Breaking News

এসএসসি ২০২৪ সকল বোর্ড বাংলা দ্বিতীয় পত্র লিখিত সাজেশন

ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। এবং আশা করি ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেক ভালো হয়েছে। কারণ ঢাকা বোর্ডের জন্য আমরা বাংলা প্রথম পত্রের চূড়ান্ত ও শর্ট সাজেশন প্রদান করেছিলাম। সেই চূড়ান্ত ও ফাইনাল সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়েছে। সেই উদ্দেশ্যে অনেক শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিতে বলেছে। তাই আজকে আমরা এসএসসি ২০২৪ ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র লিখিত সাজেশন প্রদান করতে যাচ্ছি।

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৪

২০২৪ সালের ঢাকা বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষা গুলোর বিষয়গুলোর মধ্যে সবচেয়ে সহজ বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্র। যেখানে খুব সহজে প্রস্তুতি নিয়ে ভালো নাম্বার অর্জন করা যায়। তবে আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল করতে পারবে।

খুব সহজেই প্রস্তুতি সম্পন্ন করতে পারো। যদি তোমরা নিচের সাজেশন গুলো একটু চোখ বুলিয়ে নাও তাহলে সহজেই বাংলা দ্বিতীয় পত্র ৮০ নম্বর এর উপরে তুলতে পারবে। এখানে আমরা বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ একটি সাজেশন প্রদান করব। যেখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় ১০০% কমন থাকার সম্ভাবনা রয়েছে।

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র লিখিত সাজেশন ২০২৪

এসএসসি পরীক্ষা ২০২৪ সালে বাংলা দ্বিতীয় পত্র অংশে অনুচ্ছেদ আসবে। তোমরা অনেকেই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ না পড়ে অনেক কম গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরে পরীক্ষার হলে গিয়ে অনুচ্ছেদ অংশে ভালো করতে পারো না। তাই আমরা অনেকগুলো অনুচ্ছেদ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ তোমাদেরকে দিব। সেই অনুচ্ছেদ গুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকার সম্ভাবনা প্রায় ১০০%। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো হল-

১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২। বৈশাখী মেলা।

৩। বই মেলা

৪। সুন্দরবন।

৫। স্বাধীনতা দিবস।

৬। মোবাইল ফোন।

কোনচ্ছেদ লেখার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবে

  • একটি অনুচ্ছেদ শুধুমাত্র একটি বিষয় থাকবে। সেখানে অন্য কোন বিষয় ঢোকাবে না।
  • অনুচ্ছেদে যে বাক্যগুলি থাকবে তাদের একটি সঙ্গে অন্যটি মিল থাকা চাই।
  • একই কথার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে।
  • ছোট ছোট সহজ বাক্যতে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে।
  • বাক্য গঠনে এবং বানানে যেন ভুল না হয়। সেদিকে খেয়াল রাখবে।
  • অনুচ্ছেদ যেন সাধু অথবা চলিত ভাষা কোন মিশ্রিত না হয়।
  • একটি শিরোনাম দিতে হবে। অনুচ্ছেদের উপরে অংশে শিরোনাম থাকবে।
  • একটি অনুচ্ছেদে ১০ থেকে ১৫ টি বাক্য থাকবে।

এসএসসি পরীক্ষা ২০২৪ গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ

এবার এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৭টি ভাব সম্প্রসারণ দিব। যা থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে। নিম্নে এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাতটি ভাব সম্প্রসারণ সাজেশন দেয়া হলো-

  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে… তব ঘৃণা যেন তারে তিন তৃণসম দহে।
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়; পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
  • দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
  • প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
  • মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
  • মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশির হারা হাসি, অন্ধকারে ফিরে আসে।

ভাব সম্প্রসারণ এ ভালো করার উপায়

১. উদ্ধৃত অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে।
২. অন্তর্নিহিত ভাবটি বোঝার চেষ্টা করতে হবে।
৩. সহজ-সরলভাবে মূল ভাবটিকে ফুটিয়ে তুলতে হবে।
৪. মূল বক্তব্যকে প্রকাশরূপ দেওয়ার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে।
৫. বক্তব্যের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৬. বক্তব্য সাধারণত বিশ থেকে পঁচিশ লাইনের মধ্যে প্রকাশ করতে হবে।

এসএসসি সারমর্ম সাজেশন

এসএসসি সারাংশ সাজেশন ২০২৪

এসএসসি পত্র সাজেশন ২০২৪

এসএসসি পরীক্ষার আবেদন পত্র ও সংবাদ প্রতিবেদন সাজেশন

এসএসসি প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪

এসএসসি সকল সাজেশন পেতে ক্লিক করুন

Check Also

সিলেট শিক্ষা বোর্ড ২০২৪ এসএসসি [SSC 2024] গণিত প্রশ্ন ও সমাধান | Sylhet Board 2024 SSC Mathematics Question & Answer

আসসালামু আলাইকুম।  আশা করি আজকে তোমাদের গণিত পরীক্ষা ভালো হয়েছে।  আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ সিলেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *