Bangladesh Railway Job Circular 2024 | বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। তাদের জন্য সুখবর।
নতুন করে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এ মোট ০২টি ক্যাটাগরিতে ৫৫১ জন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৯ জানুয়ারি ২০২৪ অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ১৮ জানুয়ারি ২০২৪ ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ইং। নিম্নে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। আবেদন করতে হবে অনলাইনে। এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
বাংলাদেশ রেলওয়ে [Bangladesh Railway] নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ একনজরে দেখুন
নিয়োগকর্তা প্রতিষ্ঠান | বাংলাদেশ রেলওয়ে [Bangladesh Railway] |
প্রতিষ্ঠানের ধরণ | সরকারি [Bangladesh Railway] |
পদের ধরণ | স্থায়ী সরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪ |
ক্যাটাগরি | ০২ টি |
শুন্যপদ | ৫৫১ জন |
আবেদন | পুরুষ মহিলা (উভয়) |
শিক্ষাগত যোগ্যতা | HSC, স্নাতক বা সমমানের ডিগ্রি ও অন্যান্য। |
বয়স | ১৮-৩০ বছর ( ২০২৪) |
বেতন ভাতা | ১৫তম হতে ১৭তম (২০১৫ অনুযায়ী) |
নির্ধারিত বেতন | ৯,০০০/- টাকা থেকে ২৩,৪৯০/- টাকা |
আবেদন করার মাধ্যম | অনলাইনে আবেদন করেত হবে। |
আবেদন শুরু | ১৮ জানুয়ারি ২০২৪ সকাল ৯.০০ টা |
আবেদন শেষ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৪.০০ টা |
আবেদনের ওয়েবসাইট | http://br.teletalk.com.bd |
প্রতিষ্ঠানে ওয়েবসাইট | https://railway.gov.bd/ |
Bangladesh Railway Job Circular 2024
Job Vacancy Details
Position: Assistant Station Master
Number of Vacancies: 417
Age: Maximum 30 years (General)
Salary Scale: Grade-15 (9,700-23,490/-)
Educational Qualification and Experience:
Graduation degree with at least 2nd class or equivalent GPA from any recognized university in any subject.
Position: Assistant Locomotive Master Grade-2
Number of Vacancies: 134
Age: Maximum 30 years (General)
Salary Scale: Grade-17 (9,000-21,800/-)
Educational Qualification and Experience:
Passed SSC (Science) or equivalent examination from any recognized board.
Note:
Candidates from all districts can apply for the 1st position.
Candidates from all districts except Pabna, Lalmonirhat, Nilphamari, and Kushtia can apply for the 2nd position; however, candidates from all districts can apply for the position in the orphan and physically handicapped quota.
আরও সার্কুলার দেখুন
Bangladesh Railway Job Circular
বাংলাদেশ রেলওয়ে [Bangladesh Railway] নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ দেখুন
অনলাইনে আবেদনের নিয়ম এবং পরীক্ষার ফি জমা
Applicant কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে স্টেশন মাস্টার পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ ১২/-(বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার টাকা) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
উল্লেখ্য, Bangladesh Railway Job Circular 2024 এ Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
নিম্নবর্ণিত পদ্ধতিতে এসএমএস (SMS) করতে হবে :
১। SMS: BR User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BR ABCDEF & Send to 16222. (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)
Reply: Applicant’s Name, TK Will be charged as application fee. Your PIN is 123456.
২। SMS: To pay fee, BR < Space > Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : BR Yes 123456 & Send to 16222 (123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for Application for Post (000000) User ID is (ABCDEF) and Password (000000).
প্রবেশপত্র প্রাপ্তি ও পরীক্ষার সময়
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://br.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পুরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং
আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।